Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, বেলকুচি, সিরাজগঞ্জ এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। হেল্প লাইনে যোগাযোগ করতে ডায়াল করুন ১০৫


শিরোনাম
জাতীয় পরিচয়পত্র সংশোধন।
বিস্তারিত

জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে নিম্নক্ত কাগজপত্রসহ আবেদন করতে হবে।

(ক) সংশোধনকৃত জাতীয় পরিচয়পত্র পেতে চাইলে নির্ধারিত ফি ও ভ্যাট জমা দিয়ে আবেদন করতে হবে।

(খ) ফি বাবদ- ২০০ টাকা ট্রেজারী চালান যার কোড নং (১০৬০১০০০০১১৮৪৭)

(গ) ভ্যাট বাবদ- ৩০ টাকা ট্রেজারী চালান যার কোড নং (১১১৩৩০০২০০৩১১)

আবেদনের সাথে সংযুক্ত কাগজপত্র (যার জন্য যা প্রযোজ্য)-

১। এস.এস.সি/এইচ.এস.সি এর সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

২। এস.এস.সি/এইচ.এস.সির মার্কসীটের সত্যায়িত ফটোকপি।

৩। অনলাইন জন্ম সনদের সত্যায়িত ফটোকপি (বাংলা ও ইংরেজী)

৪। সার্ভিস বুকের সত্যায়িত ফটোকপি।

৫। পেনশন বইয়ের সত্যায়িত ফটোকপি।

৬। নিকাহ ও তালাক নামার মূল জাবেদা নকল।

যাহারা এস.এস.সি পাশ করেনি তাদের ক্ষেত্রে।

৭। ৫ম শ্রেণী/৮ম শ্রেণী পাশের বিদ্যালয় ত্যাগের সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

৮। অনলাইন জন্ম সনদের সত্যায়িত ফটোকপি (বাংলা ও ইংরেজী)।

৯। ৩০০/- (তিন শত) টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কর্তৃক এফিডেভিট এর মূল কপি।

১০। জমি জমা সংক্রান্ত কাগজপত্র।

১১। ইউনিয়ন/পৌরসভার প্রত্যয়ন।

১২। ওরিশিয়ান সনদপত্র (পিতা-মাতা/ভাই-বোনের জাতীয় পরিচয়পত্রসহ)

১৩। ব্যাংক ষ্ট্রেটমেন্ট।

১৪। সংবাদপত্রের বিজ্ঞপ্তি।

[বিঃদ্রঃ- উন্মক্ত বিশ্ববিদ্যালয়/মাদ্রাসা বোর্ডের সার্টিফিকেট দ্বারা আবেদনকৃত জাতীয় পরিচয়পত্র, সংশোধনকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে বিবেচিত হবে]